Tuesday, December 3, 2013

পাইকগাছায় পৌর সভাপতিসহ বিএনপি’র ৩ নেতা আটক

পাইকগাছায় পৌর সভাপতিসহ বিএনপি’র ৩ নেতাকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে শিবিরের ব্যবহৃত একটি মটরসাইকেল। সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার আশংকায় পুলিশ মঙ্গলবার দুপুরে পৌর সদরে অভিযান চালিয়ে পৌর বিএনপি’র সভাপতি ও জেলা তথ্য বিষয়ক সম্পাদক এ্যাড. এম মাফতুন আহম্মেদকে আটক ও হাসপাতাল সংলগ্ন শিবিরের ঘাটিতে অভিযান চালিয়ে একটি মটরসাইকেল জব্দ করে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নতুন বাজার থেকে মঠবাটি গ্রামের মৃত সরদার কওসার আলীর পুত্র জেলা বিএনপি’র সহ-ত্রাণ ও পুনঃর্বাসন বিষয়ক সম্পাদক সরদার আব্দুল মতিন ও চাঁদখালী ইউনিয়ন বিএনপি কর্মী কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর পুত্র মোস্তফা গাজীকে আটক করে।

আটক ৩ নেতাকে কপিলমুনির অটো টেম্পুতে অগ্নিসংযোগ ও বাঁকার আলোচিত পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।