পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামীকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গড়ুইখালী ইউপি’র সুড়িখালী বাজার থেকে এসআই খালেক
বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহায়াতায় মামলার ১নং আসামী রফিকুল গাজীকে আটক
করে। এদিকে মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে বলে
জানা গেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর গড়ুইখালীর মোসলেম সানার পুত্র সালমিন সানা ব্যবসায়ীক উদ্দেশ্যে মটরসাইকেলযোগে কপিলমুনি আসছিলেন। পথিমধ্যে ইউপি পরিষদ ভবনের সামনে পৌছালে একই এলাকার মোমিনগাজীর পুত্র রফিকুল গাজী, ইকরাম গাজীর পুত্র লিটন ও আতাউল গাজীর পুত্র জনি স্বদলবলে সালমিনকে ব্যাপক মারপিট করে আহত করে। বর্তমানে সালমিন খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় সালমিন এর পিতা মোসলেম সানা বাদী হয়ে রফিকুল, লিটন ও জনিসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ১জনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালেক জানিয়েছেন, আটক রফিকুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর গড়ুইখালীর মোসলেম সানার পুত্র সালমিন সানা ব্যবসায়ীক উদ্দেশ্যে মটরসাইকেলযোগে কপিলমুনি আসছিলেন। পথিমধ্যে ইউপি পরিষদ ভবনের সামনে পৌছালে একই এলাকার মোমিনগাজীর পুত্র রফিকুল গাজী, ইকরাম গাজীর পুত্র লিটন ও আতাউল গাজীর পুত্র জনি স্বদলবলে সালমিনকে ব্যাপক মারপিট করে আহত করে। বর্তমানে সালমিন খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় সালমিন এর পিতা মোসলেম সানা বাদী হয়ে রফিকুল, লিটন ও জনিসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ১জনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালেক জানিয়েছেন, আটক রফিকুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।