Tuesday, December 31, 2013

পাইকগাছায় নতুন স্কুল ভবনের নির্মাণকাজ শুরু

সরকারের শেষ মেয়াদে পাইকগাছায় কপিলমুনি ইউপি’র ১০ নং জিপি চিনেমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে। ৫৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ভবনের কাজ গতকাল বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দীপক মন্ডল ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিনসহ এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্মাণকাজ শুরু হয়েছে।

এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পবিত্র কুমার দাশ, সহকারী শিক্ষক মুকুন্দ বসু, উজ্জ্বল মন্ডল ও সুকুমার ঢালীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।