Saturday, December 28, 2013

পাইকগাছায় মুক্তিপণের বিনিময়ে অপহৃত ঘের ব্যবসায়ী উদ্ধার

পাইকগাছায় অবশেষে অপহৃত ঘের ব্যবসায়ী ব্রজেন মন্ডলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে তার বাড়িতে ফেরত দিয়ে গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সন্ত্রাসীরা গত সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের পুত্র ব্রজেন মন্ডলের বাড়িতে ডাকাতি শেষে ব্রজেনকে অপহরণ করে নিয়ে যায়। অবশেষে অপহরণের ৩ দিন পর তার পরিবারের লোকজন মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এ ব্যাপারে শুক্রবার সকালে ব্রজেন বাড়িতে ফিরে এসেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার।