Saturday, December 28, 2013

সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহবান

দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে সহিংসতারোধে রাজনৈতিক দলগুলোসহ সকল নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন নবলোকের খুলনা জেলা পাবলিক পলিসি ফোরামের নেতৃবৃন্দ।

ফোরামের জেলা সদস্য সচিব শেখ মাসুম স্বাক্ষরিত পত্রে জানান, দেশে বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে বজায় রাখতে কোন প্রকার সহিংসতা কাম্য নয়। এমন রাজনৈতিক পরিবেশ থাকতে হবে যেখানে সকল পক্ষ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে।

সকলের মতামতের ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বিদ্যমান রাখতে সকল দল মতের উর্দ্ধে থেকে নারী-শিশুসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের উপর সকল প্রকার রাজনৈতিক সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।