Thursday, December 5, 2013

শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধ

আগামী শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ আহ্বান করেছে ১৮ দলীয় জোট। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে এ অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

বৃহস্পতিবার সকালে অজ্ঞাতস্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপি যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অবরোধের ডাক দেন। অবরোধ আহ্বান করে তিনি বলেন, ‘তবে যদি বিকেল পাঁচটার মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়া হয়, তবে অবরোধ প্রত্যাহার করা হবে।’

এছাড়া, সহিংসতায় নিহতদের জন্য আগামী শুক্রবার সারা দেশে গায়েবানা জানাজা আদায় করবে ১৮ দলীয় জোট।