Thursday, December 5, 2013

পাইকগাছায় জামায়াতের জেলা নায়েবে আমির আটক

পাইকগাছায় জামায়াতের দক্ষিণ জেলা নায়েবে আমির মুফতি মাওঃ আব্দুল কাদিরকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে থানার সামনে থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে তপশীল ঘোষনার পর বিএনপি-জামায়াত জোটের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন জামায়াত নেতা মাওঃ আব্দুল কাদির থানার সামনে দিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। আটক জামায়াত নেতাকে পুলিশের উপর হামলা ও ভাংচুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।