১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিট। ঠিক এই দিন এই সময়টা থেকেই
বাঙালি জাতি গলা ছেড়ে গাওয়ার অধিকার অর্জন করে ‘আমার সোনার বাংলা, আমি
তোমায় ভালোবাসি’। কারণ এসময়টায় মুক্তিযুদ্ধের যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ
করেছিল পাকবাহিনী।
সেই বিজয়ের দিনটি স্মরণে ২০১৩ সালের ১৬ই
ডিসেম্বরে সেই একই সময়ে একই স্থানে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে গলা মিলিয়ে
গাইলো প্রিয় গান ‘আমার সোনার বাংলা’। সে এক অভূতপূর্ব দৃশ্য ! স্বাধীনতার
৪২ বছর পর এ-ই প্রথম এতো বেশি সংখ্যক মানুষ একযোগে জাতীয় সংগীত গাইলো।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে যোগ দেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও হাজার হাজার সাধারণ মানুষ। ৪৩তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করা হয় গণজাগরণ মঞ্চের উদ্যোগে ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায়। এছাড়া, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ফ্রিডম’।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে যোগ দেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও হাজার হাজার সাধারণ মানুষ। ৪৩তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করা হয় গণজাগরণ মঞ্চের উদ্যোগে ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায়। এছাড়া, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ফ্রিডম’।
