Monday, December 16, 2013

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

পাইকগাছায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ৪৩তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে সোমাবার ভোরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসুচীর শুভ সূচনা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের উদেশ্যে ১ মিনিট নিরাবতা পালন করার পর শপথ বাক্য পাঠ করান যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। এরপর সকাল ৮ টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিব উদ্দীন এর সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস মেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এম, মশিউর রহমান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, গাজী রফিকুল ইসলাম, সুবোল চন্দ্র মন্ডল, আঃ রাজ্জাক মলঙ্গী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, সমাজসেবা কর্মকর্তা দেবাশিষ মন্ডল, যুবউন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহীর বরণ মন্ডল, রমেন্দ্র নাথ সরকার, উপাধক্ষ্য সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অপু মন্ডল, পুজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধু, সাংবাদিক আব্দুল আজিজ, এস,এম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক জামাত আলী, অধ্যাপক আজাহারুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম ও প্রভাষক রেবা আক্তার কুসুম। অনুষ্ঠানে ষ্কাউটস্ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

এছাড়াও দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, প্রীতি ফুলবল ম্যাচ, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান।