Saturday, December 7, 2013

পাইকগাছায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী সহ আটক ২

পাইকগাছায় হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার কাশিমনগর এলাকার একটি পরিত্যাক্ত বাগান থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ২য় স্ত্রী সহ ২ জনকে আটক করেছে। পারিবারিক কলহের জেরধরে এ হত্যা কান্ড হতে পারে বলে থানা পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার পাশ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের নফেল মোড়ল এর পুত্র হারুন-অর-রশিদ (৪০) কে শুক্রবার দিনগত রাতে হত্যার পর উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর এলাকার স্বপন কুমার এর পরিত্যাক্ত বাগানে নিহতের মৃতদেহ ফেলে রাখা হয়। শনিবার সকালে স্থানীয় লোকজন মৃত দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এবং এ ঘনটায় জড়িত থাকার অভিযোগে নিহতের ২য় স্ত্রী মাছিয়াড়া গ্রামের মান্দার গাজীর কন্যা চায়না খাতুন ও ভাইরার ছেলে বেল্লাল (৩৫) আটক করে।

পারিবারিক কলহের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পাইকগাছা থানার এসআই হারুন-অর-রশিদ জানান।