Thursday, February 13, 2014

শুভ বসন্ত.... নীরবতা ভেঙ্গে সাড়া দাও !

Voice of Paikgacha‘র পক্ষ থেকে সবাইকে বাসন্তী শুভেচ্ছা !

আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সবার প্রানে লাগুক ফাগুনের রঙ, বসন্তের মত রঙময় হোক আমাদের জীবন। আগুনরাঙা প্রকৃতির আবেশে আমাদের মাঝে জ্বলে উঠুক দ্রোহের আগুনশিখা, সেই আগুনে পুড়ে খাঁটি হয়ে উঠি আমরা সবাই।

"অশুভ'র কাছে হার মেনে যদি চুপ থেকে রই
সে তো হবে হার মানা..........
রাতের কালিমা মুছে যাক দিনের আলোয়
আবার মাতি জীবন উল্লাসে বসন্ত বাতাসে.........."