Thursday, February 13, 2014

পাইকগাছায় নকল করার অভিযোগে পরীক্ষার্থী বহিস্কার

পাইকগাছায় সালমা খাতুন নামে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার নকল করার অভিযোগে রাড়ুলী কেন্দ্রের এ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

কেন্দ্র পরিদর্শক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী সালমা খাতুনের কাছে নকল পাওয়া যায়। এ জন্য তাকে বহিস্কার করা হয়েছে।