Friday, February 21, 2014

বিশেষ পোষ্ট !

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা !

 
শহীদ মিনার; পাইকগাছা পৌরসভা।

 

একুশ এলেই পড়ছে মনে, বাংলা মোদের ভাষা

একুশ এলেই পড়ছে মনে, মাস যাবে যে খাসা !

 

একুশ এলেই অফিস পাড়ায় হই হই হই রব

একুশ এলেই সমাজ সেবার দারুণ উৎসব !

 

একুশ এলেই বিগ বসেরা দিচ্ছে জোরে হাঁকি

ফেব্রুয়ারি মাস এটা যে, মনে নেই নাকি ?

 

একুশ মানেই প্রভাত ফেরী, একুশ মা্নেই গান

একুশ মানেই মধ্য রাতে অস্ত্রেতে দেয় শান।

 

একুশ মানেই শহীদ মিনার, ছাত্রদের পাহারা

একুশ মানেই যুদ্ধ জয়ের দিচ্ছে তারা মহড়া।

 

রক্তে ভেজা শহীদ মিনার গুমরে কেঁদে কঁয়

একুশ একুশ করছো সবাই, ৮ই ফাল্গুন নয় !!!


১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিলো জানে না অনেকেই। এখন ইংরেজি ২১শে ফেব্রুয়ারি বাংলা ৯ই ফাল্গুন। কিন্তু ১৯৫২ সালের সে ২১শে ফেব্রুয়ারি ছিলো ৮ই ফাল্গুন।

৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে ? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি।