Tuesday, February 18, 2014

পাইকগাছার কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পাইকগাছার কপিলমুনি কাঁচা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ বজলুর রহমান (৫০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি শহরের পার্শ্ববর্তী হরিদাশকাটি গ্রামের শেখ আকবরের পুত্র কপিলমুনি বাজারের কাঁচামাল ব্যবসায়ী শেখ বজলুর রহমান সকালে তার নিজ দোকানে পলিথিন টাঙ্গানোর সময় অসাবধানতাবশত পলিথিনের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা তাকে তৎক্ষণিক উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজলুর রহমানের এ করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।