Tuesday, February 18, 2014

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ, ইউরোপিয়ান ইউনিয়ন, কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে শেষ হয়। 

চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে সিবিও নেতা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী।

সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া ও ফিল্ড অর্গানাইজার আমিনুর ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।