Wednesday, February 12, 2014

পাইকগাছায় জমে উঠেছে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন

পাইকগাছায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। তফশীল ঘোষনার পর ইতোমধ্যে ছোট খাট রাজনৈতিক দলগুলো তাদের দলীয় প্রার্থী ঘোষনা করলেও আ’লীগ ও বিএনপি এখনও পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত না করায় বড় দু’দলের একাধিক প্রার্থী চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। ফলে একাধিক প্রার্থীর কারণে বিপাকে রয়েছেন এ দু’দলের তৃণমূল নেতা-কর্মীরা। সব মিলিয়ে প্রার্থীদের পদ চারনায় মূখরিত হয়ে উঠেছে পাইকগাছার ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন।

সূত্র মতে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা পরিষদ। ইতোমধ্যে নির্বাচন কমিশন ৩য় দফায় গুরুত্বপূর্ন এ উপজেলার তপসিল ঘোষনার পর জমে উঠেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরন ও গণসংযোগ করার মাধ্যমে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। অনেকেই আবার দলীয় মনোনয়ন পেতে ছুটে চলেছেন তৃণমূল নেতা-কর্মীদের দ্বারে দ্বারে। এতে দীর্ঘ দিন পর হলেও তৃণমূল নেতা-কর্মীদের গুরৃত্ব বেড়েছে বলে অনেকেই মনে করছেন।

এদিকে জামায়াত ও সিপিবি’র মত কিছু কিছু রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী ঘোষনা করলেও আ’লীগ ও বিএনপি এখনও পর্যন্ত তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত না করায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের একাধিক প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে একাধিক প্রার্থী নিয়ে বিপাকে রয়েছেন বড় এ দু’দলের তৃণমূল কর্মী সমর্থকরা। তবে ২১ ফেব্রয়ারী তৃণমূল সভার মাধ্যমে আ’লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বারের নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন উপজেলা আ’লীগের ভার প্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্র লীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ ও শেখ সোহরাওয়ার্দী।

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক এমপি এ্যাডঃ স.ম বাবর আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

জাতীয় পার্টি ঘোষনা না করলেও সংগঠনের একক প্রার্থী হচ্ছেন উপজেলার জাপা ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। জেলা জামায়াতের নায়েবে আমীর এাডঃ লিয়াকত আলী সরদার, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল।

আ’লীগের ভাইস-চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন উপজেলা আ’লীগ নেতা বিজন বিহারী মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম সামছুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু, যুব লীগ নেতা ডাঃ টিকেন্দ্র ও কুমারেশ মন্ডল।

বিএনপি’র এ্যাডঃ এস.এম মুজিবর রহমান, সাংবাদিক জি.এ গফুর, শেখ সামছুল আলম পিন্টু, জামায়াতের উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন, সিপিবি’র উপজেলা সাধারন সম্পাদক সুভাষ সানা মহিম।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগের ইউপি সদস্য দিপ্তী রানী চক্রবর্ত্রী, বিএনপি’র উপজেলার মহিলা দলের আহবায়ক ও ইউপি সদস্য লক্ষ্মী রানী গোলদার, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রাবেয়া হোসেন, জামায়াতের মহিলা নেত্রী হাবিবা আক্তার রুমকি।