Sunday, February 16, 2014

প্রাথমিকে বৃত্তি পেলো ৫৪ হাজার ৪১২ জন

রবিবার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় গণশিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এই তালিকা ঘোষণা করেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানিয়েছে, এবার মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ২১ হাজার ৯৭৮ জন বৃত্তি পেয়েছে। যাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জন ছাত্র ও ১১ হাজার ২৪ জন ছাত্রী। সাধারণ কোটায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৩৪ জন। এরমধ্যে ১৬ হাজার ২২৮ জন ও ১৬ হাজার ২০৬ জন ছাত্রী।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন। আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

পরীক্ষা দুটিতে জিপিএ-৫ সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২১৪ জন। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ ও ইবতেদায়িতে পেয়েছে ৭ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।