Sunday, February 16, 2014

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে ট্রান্সফরমার চুরির হিড়িক

উপজেলার চাঁদখালী ইউনিয়নে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, সর্বশেষ গত সোমবার দিনগত রাতের যেকোন সময় অত্র চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রাম এলাকায় কে বা কারা পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এছাড়া একই এলাকায় গত এক সপ্তাহে আরো দু’টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী মোঃ কামরুল হাসান গত এক সপ্তাহে তিনটি ট্রান্সফরমার চুরির বিষয়টি স্বীকার করেন।