Tuesday, February 11, 2014

শিববাটী ব্রীজের উত্তর-পূর্ব পাড়ের সংযোগ সড়কের বেহাল দশা

খুলনা-কয়রা ভায়া পাইকগাছা সড়কের শিববাটী ব্রীজের উত্তর-পূর্ব পাড়ের সংযোগ সড়কের পিচ-পাথর-খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাথরগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

প্রায় প্রতিদিনই বড় যানবাহনগুলো গর্তে ফেঁসে যাচ্ছে। ফেঁসে যাওয়া যানবাহন উদ্ধার করতে গিয়ে মারাত্মক বেগ পেতে হচ্ছে। ধুলাবালিতে একাকার হয়ে আছে পুরা সংযোগ সড়কটি।

সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, সুন্দরবনের কোলঘেঁষা কয়রা উপজেলা থেকে পাইকগাছা-খুলনা তথা সারা দেশের সাথে একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম হওয়ায় এই সড়কে সব ধরনের যানবাহন চলাচলের চাপ অনেক বেশি।

এদিকে এক বছর যেতে না যেতেই ব্রীজের দু’পাড়ের সংযোগ সড়ক ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে। বিশেষ করে ব্রীজের উত্তর-পূর্ব পাড়ে জিরোপয়েন্ট থেকে ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়কটির এতটুকু জায়গা ভালো নেই যেখান দিয়ে কোন যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

তারপরও রয়েছে রাস্তা সংলগ্ন বাবলা গাছের ডালপালার বাড়তি ঝামেলা। কিছু কিছু গাছ রাস্তার দিকে এমনভাবে নুয়ে পড়েছে যে যানবাহন চলাচল করতে গেলে সেসব ঝুঁকে পড়া বাবলার ডালে আঘাত লাগবেই। সব মিলিয়ে শিববাটী ব্রীজের সংযোগ সড়কটি যানবাহন চলাচলের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

চলাচলের ক্ষেত্রে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পায়ে চলা ভ্যান চালকদের। ভ্যানযোগে ৩/৪ জন করে যাত্রী নিয়ে জিরোপয়েন্ট থেকে ব্রীজ পর্যন্ত পৌছানো দুরূহ হয়ে পড়েছে। প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়েই চলাচল করছে এই সড়কে।

জনগুরুত্বপূর্ণ শিববাটী ব্রীজের সংযোগ সড়কটি দ্রুত সংস্কার ও রাস্তার মধ্যে ঝুঁকেপড়া বাবলা গাছের ডালপালাগুলো অপসারণের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পাইকগাছা-কয়রাবাসী।