Wednesday, March 12, 2014

পাইকগাছা উপজেলা নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা

চায়ের কাপে মুখ লাগিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ


আগামী ১৫ মার্চ পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার প্রচারনা। যে যার মত করে ভোট প্রার্থনা করছেন্ উপজেলার অলিতে-গলিতে। চায়ের কাপে মুখ লাগিয়েই চলছে ভোটের হিসাব নিকাশ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় পরিচয় তুলে ধরে প্রার্থীরা করছেন ভোট প্রার্থনা। ভোটারদের কাছ থেকে নিচ্ছেন দোয়া আর্শিবাদ। আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও মহিলা ৯২ হাজার ১৩৭ জন। ভোট কেন্দ্র ৬৯টি এবং ভোট কক্ষ ৪৪২টি।

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যানপদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন আ’লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন ১৯ দলীয় জোট সমর্থীত জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. স.ম বাবর আলী, ঘোড়া প্রতীক নিয়ে লড়াই করছেন উপজেলা জাতীয় পার্টি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সিপিবি’র জাতীয় কমিটির সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী। চিংড়ী মাছ নিয়ে লড়ছেন বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি আবদার রশিদ।

নির্বাচনকে ঘিরে উপজেলার হাট-বাজারসহ বিভিন্ন অলি-গলি প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতির ডালা সাজিয়ে তাদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী এড. স.ম বাবর আলী ভোটারদের আলোচনায় কিছুটা সুবিধা জনক অবস্থানে রয়েছেন।

অপরদিকে, শেষ মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য এড. শেখ মোঃ নুরুল হক নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করায় অনেকটা ভাল অবস্থানে রয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। অন্যদিকে ১৯ দলীয় জোট এবং ১৪ দলীয় জোটের প্রার্থীকে টপকে যদি জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর কোন চমক সৃষ্টি করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে আলোচনা চলছে ভোটারদের মাঝে।

এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে জয়ী হতে ভোটারদের কাছে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচন করছেন ৭ জন প্রার্থী। এরা হলেন আ’লীগ সমর্থিত আলহাজ্ব মুজিবর রহমান সানা (তালা), ১৯ দলীয় জোট সমর্থীত মাওঃ শেখ কামাল হোসেন (টিউবয়েল), স্বতন্ত্র জি এ গফুর (টিয়াপাখি), স্বতন্ত্র এড. এস এম মুজিবর রহমান (বই), স্বতন্ত্র শেখ সামছুল আলম পিন্টু (উড়োজাহাজ), স্বতন্ত্র প্রার্থী ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট লীগের উপজেলা সাধারন সম্পাদক মোঃ শাহাজান সিরাজ সাজু (চশমা)।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও ১৯ দলীয় জোট সমর্থীত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ সমর্থীত উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য দীপ্তি রাণী চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত সমর্থীত শাহানারা খাতুন (কলম) ও স্বতন্ত্র প্রার্থী মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)।

তো, কারা হচ্ছেন পাইকগাছা উপজেলা পরিষদের আগামী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) ? জানাতে হলে অপেক্ষা করতে হবে ১৫ মার্চ পর্যন্ত।