Tuesday, March 11, 2014

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বণার্ঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। 

উপজেলা শিক্ষা অফিসার দীলিপ কুমার ঘোষের সভাপতিত্বে “শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর, মিজানুর রহমান, ফারুক হোসেন, জ্যোতি শংকর, নয়ন শাহা, আবু সাঈদ, শিক্ষক আশুতোষ কুমার, সেলিনা পারভীন, আব্দুল খালেক সরদার, জয়া রাণী দাশ, নীলিমা রাণী ঢালী, আলমগীর কবির, আবু সাঈদ। উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।