পাইকগাছায় ব্র্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের আওতায়
সমন্বিত প্রর্দশনী খামার পরিদর্শন করেছেন জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল
কুমার সরকার। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের উপকারভোগী কৃষক সাজ্জাদ মোড়লের ধান, মাছ, সবজী চাষের সমন্বিত প্রদর্শনী খামার পরিদর্শন করেন।
প্রদর্শনকালে জেলা মৎস্য কর্মকর্তা খামারে হাইব্রিড শক্তি-২ ধান, মাছ এবং
সবজি উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার একেএম শাহীন আলম, সাংবাদিক এসএম বাবুল
আক্তার, আব্দুল আজিজ ও ব্র্যাকের তন্ময় মন্ডল।