পাইকগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৪তম মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার প্রত্যুষে
স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, থানা ও পৌরসভা প্রশাসন, আ’লীগ, বিএনপি’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে সকাল ৮টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে
মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, স্কাউটস’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র/ছাত্রীরা ডিসপ্লে ও শরীর চর্চা প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন এএসপি সাহিদুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম. মসিউর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আব্দুর রাজ্জাক মলঙ্গী।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, অধ্যাপক আজহারুল ইসলাম, জামাত আলী, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক রেবা আক্তার কুসুম ও ময়নুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকাল সাড়ে ৪টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকাল ৫টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরের বঙ্গবন্ধু মঞ্চে সুখি সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহারের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন এএসপি সাহিদুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম. মসিউর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আব্দুর রাজ্জাক মলঙ্গী।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, অধ্যাপক আজহারুল ইসলাম, জামাত আলী, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক রেবা আক্তার কুসুম ও ময়নুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকাল সাড়ে ৪টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকাল ৫টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরের বঙ্গবন্ধু মঞ্চে সুখি সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহারের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।