Wednesday, March 26, 2014

পাইকগাছায় হাজার হাজার মানুষের জাতীয় সংগীত পরিবেশন

জাতীয় প্যারেড গ্রাউন্ডে ''লাখো কন্ঠে জাতীয় সংগীত'' পরিবেশনের সাথে একাত্বতা পোষন করে জাতীয় সংগীত পরিবেশন করলেন পাইকগাছার হাজার হজার মানুষ। 

বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলাকালীন সময়ে ঠিক ১১টায় উপস্থিত হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে দাড়িয়ে জাতীয় সংগীতের সুরে কন্ঠ মেলান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির উদ্দীন, এএসপি সাহিদুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম. মসিউর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার।

আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, অধ্যাপক জি. এম. এম. আজাহারুল ইসলাম, জামাত আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, প্রভাষক রেবা আক্তার কুসুম, ময়নুল ইসলাম, এ্যাড. শফিকুল ইসলাম কচি ও সাংবাদিক আব্দুল আজিজ’সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ।