Saturday, April 26, 2014

আলোকিত পাইকগাছা গড়ার দাবি; বাবর আলীর সংবর্ধনায় বক্তারা

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম. বাবর আলীকে শুক্রবার বিকাল ৫টায় খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সংবর্ধনায় দাবি জানানো হয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন দখিণা’র আয়োজনে সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আইনজীবী সমিতির সভাপতি শেখ মাসুদ হোসেন রনি, বার কাউন্সিলের সদস্য আব্দুল মালেক, কবি মুরশিদা আক্তার রনি, সাংবাদিক শেখ দিদারুল আলম, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক ফজলুল হক, দখিণার সহ-সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় নৃত্য শিল্পী মৌপ্রিয়া মল্লিক পিউ নৃত্য পরিবেশন করেন।

উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে সংবর্ধনা অনুষ্ঠানে পানির সংকট নিরসন, কপোতাক্ষ খননের ওপর গুরুত্বারোপ ও তালা-কপিলমনি সড়ক সংস্কার করে আলোকিত পাইকগাছা গড়ে তোলার দাবি জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ জনপদের অধিবাসী ও স্থানীয় বুুদ্ধিজীবীরা এ দাবি করেছেন।

উল্লেখ্য, স. ম. বাবর আলী পূর্ব পাকিস্তান শাসনামলে জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৬৯-৭১ বিএল কলেজ ছাত্র সংসদের ভিপি, ১৯৭১ সালে জেলা মুজিব বাহিনীর প্রধান, ৭৩ সালে সংসদ সদস্য, ১৯৮৫ ও ১৯৯০ সালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি স্বাধীনতাত্তোর কালে আ’লীগ, পরবর্তীতে জাতীয় পার্টি এবং সাম্প্রতিক সময়ে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত। গত ১৫ মার্চ অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলের সমর্থন নিয়ে তিনি ৫৯ হাজার ৯০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।