পাইকগাছার আলোচিত গাঁজা বিক্রেতা তপন শীল’কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার
এস.আই বিশ্বজিৎ ও এ.এস.আই সোহেল রানা যৌথভাবে অভিযান চালিয়ে সরল গ্রামস্থ
নিজ বাড়ী থেকে ২ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করেন। সে রমাকান্ত শীল’এর পুত্র।
এর আগেও সে একাধিকবার গাঁজাসহ আটক হয়েছে বলে ওসি শিকদার আককাছ আলী জানান।
এর আগেও সে একাধিকবার গাঁজাসহ আটক হয়েছে বলে ওসি শিকদার আককাছ আলী জানান।