Tuesday, May 6, 2014

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল; আপিলের সিদ্ধান্ত


পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি আপিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ৪ জুন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে কমান্ডারসহ ১১টি পদের বিপরীতে সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর নেতৃত্বে দুটি প্যানেল ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে ইউপি চেয়ারম্যানপদে বহাল থাকায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন না থাকায় রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্রটি বাতিল করেন।

এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের নিকট আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, টানা কয়েকদিনের ছুটির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত অনুমোদনপত্রটি পৌছাতে বিলম্ব হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।