Tuesday, May 6, 2014

খরিয়াটিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি পূর্বচর ওয়াপদা রাস্তা থেকে রাড়ুলীর বাঁকা সংযোগ স্থল পর্যন্ত স্থানীয় আছাফুরের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বাঁকা ও খরিয়াটি সংযোগ স্থল পর্যন্ত ৫’শ গজ রাস্তায় চলাচলে পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি দেখেও না দেখার ভান করায় এলাকার যুব সমাজ ১৫ হাজার টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐ রাস্তা সংস্কার করছে।

এ কাজে সহযোগিতা করছেন আক্তার গাজী, মশিউর রহমান, আরিফ সরদার, ইমদাদুল, শাহাদাৎ হোসেন, শহীদ খা, ইউনুচ, মতিয়ার প্রমুখ।