Wednesday, May 28, 2014

কাদাপানি থৈ থৈ, এ যেন কালো রঙের দই !

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (২০১৪)


বৃষ্টিতে চলাচল অযোগ্য পাইকগাছা-আঠারমাইল সড়ক; দুর্ভোগে যাত্রীরা


কপিলমুনি সংলগ্ন পাইকগাছা-আঠারমাইল সড়কের ৩ কি.মি. সংস্কারে (উচু করণে) ১২ কোটি টাকা ব্যায়িত হলেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় বৃষ্টির পানি জমে গিয়ে কর্দমাক্ততা সৃষ্টি তথা চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। চরম ভোগান্তীতে পড়েছেন পথচারীরা। প্রশ্ন উঠেছে রাস্তায় জমে থাকা পানি যাবে কোথায় ? অবস্থাদৃষ্টে ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবিটি কাশিমনগর বাজার সংলগ্ন পাইকগাছা-আঠারমাইল সড়ক থেকে তোলা

জানা গেছে, পাইকগাছা-আঠারমাইল প্রধান সড়কের কপিলমুনির উত্তর সলুয়া (গোলাবাটি) থেকে কপিলমুনি বাজার’সহ কাশিমনগর পর্যন্ত ৩ কি.মি. সড়ক উচু করার জন্য বরাদ্ধ হয় ১২ কোটি টাকা।

সে অনুযায়ী ১ মাস আগে থেকে সড়ক সংস্কারের কার্যক্রম পরিচালিত হলেও অভিযোগ ওঠে পুরাতন রাস্তার ব্যবহৃত ইটের খোয়া, নিন্মমানের বালি দিয়ে উচু করার কাজ চলছে। একইভাবে ১৬ ইঞ্চি নতুন খোয়া ও বালু দ্বারা সমানভাবে সাববেইজ করার নিয়ম থাকলেও সেখানে যথেষ্ট অনিয়ম হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিকে সড়কটি নির্মানে কার্যক্রম চললেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় গত ২/৩ দিনের বৃষ্টিতে রাস্তার উপরিভাগে পানি জমে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার কোথাও কোথাও বৃষ্টির পানিতে একেবারেই তলিয়ে গেছে।

ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর মতে, সড়কের স্থায়ীত্ব রাখতে ড্রেনেজ ব্যবস্থা একান্ত জরুরী। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ’সহ এলাকার এমপি’র সুদৃষ্টি কামনা করেছেন তারা।