Wednesday, June 11, 2014

পাইকগাছায় সড়ক দুর্ঘটনা (ফলোআপ)

সংশ্লিষ্ট বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা


পাইকগাছা-আঠারমাইল সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র রবিউল ইসলাম গাজীর (৫০) এর লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন খান বাদী হয়ে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাছ আলী জানিয়েছেন।

উল্লেখ্য, পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে রবিবার দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকালে কয়রার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম গাজী মারা যান। নিহত যাত্রী রবিউল ইসলাম গাজী (৫০) কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র।