Tuesday, June 17, 2014

পাইকগাছায় সাপের কামড়ে মোবারক নামে এক ব্যক্তির মৃত্যু

পাইকগাছায় সাপের কামড়ে মোবারক শেখ মোকন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মহিরুদ্দীন শেখের পুত্র। 

শুক্রবার রাতে বসতবাড়ী সংলগ্ন মসজিদ থেকে শবে বরাতের নামাজ পড়ে বেরিয়ে টিউবওয়েলে পা ধুতে গেলে বিষধর এক সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের নিকট থেকে ঝাড় ফুঁ শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্র জানিয়েছে।