পাইকগাছায় ব্যবসায়ী লিয়াকত আলী ফকিরের আত্মহত্যার ঘটনায় স্থানীয় এমপি
এ্যাডঃ শেখ মোঃ নুরুল হককে জড়িয়ে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশনের প্রতিবাদে
পৌরসভার উদ্যোগে এক প্রতিবাদ সভা সোমবার দুপুরে পৌর ভবনে অনুষ্ঠিত হয়েছে।
মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
নবনির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,
শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমান, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল
লতিফ সরদার, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী
দাশ, আসমা খাতুন, জাহানারা খাতুন, শেখ জালাল উদ্দীন, অধিবাস সানা, স.ম.
আব্দুর রব, কামরুল ইসলাম, খলিলুর রহমান, মনোহর চন্দ্র সানা, গাজী সহিদুল
ইসলাম খোকন, দাউদ শরীফ, ডাঃ জয়দেব। উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা, আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হককে জড়িয়ে প্রকাশিত কুরুচিপূর্ণ সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।