পাইকগাছায় সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অভিযোগে ১৬ হাজার টাকার উর্দ্ধে জরিমানা আদায় করা হয়েছে।
সূত্রমতে, ফরমালিনযুক্ত আম, ওজনে কম দেয়া, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনসহ
বিভিন্ন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মোহাম্মদ কবির উদ্দীন অভিযান চালিয়ে উপজেলার বান্দিকাটি গ্রামের মিনাজ
উদ্দিন সরদারের পুত্র আব্দুল লতিফ সরদারকে আমে কার্পেটিং ও ফরমালিন মেশানোর
অপরাধে ১৫ হাজার টাকা জরিমান করেন।
এছাড়া তকিয়া গ্রামের মৃত আবদের গাজীর পুত্র জলিল গাজীকে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য ৩০০টাকা, নাছিরপুর গ্রামের নজরুল বিশ্বাসের পুত্র মোঃ সালাম বিশ্বাসকে মাছে ফরমালিন মেশানোর অপরাধে ১ হাজার টাকা এবং গদাইপুর গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাথ ঘোষের পুত্র সত্যরঞ্জন ঘোষকে ওজনে কমদেয়ার অপরাধে ৫০০ টাকা জরিমান করেন।
এছাড়া তকিয়া গ্রামের মৃত আবদের গাজীর পুত্র জলিল গাজীকে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য ৩০০টাকা, নাছিরপুর গ্রামের নজরুল বিশ্বাসের পুত্র মোঃ সালাম বিশ্বাসকে মাছে ফরমালিন মেশানোর অপরাধে ১ হাজার টাকা এবং গদাইপুর গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাথ ঘোষের পুত্র সত্যরঞ্জন ঘোষকে ওজনে কমদেয়ার অপরাধে ৫০০ টাকা জরিমান করেন।
