Friday, June 13, 2014

পাইকগাছা অস্ত্র, গুলি ও বনদস্যু’সহ একাধিক মামলার ৪ আসামী আটক

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, বনদস্যু’সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলার সাজা ও ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই রোকন উদ্দিন ডিবি পুলিশের সহায়তায় বৃহস্পতিবার গভীর রাতে গড়ইখালী ইউপি’র আমিরপুর গ্রাম থেকে শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলিমের বাড়ীর পাশ্ববর্তী একটি খড়ের গাদা থেকে একটি দেশে তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে, যার নং-২৫।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে রাড়ুলী ইউপি’র ভবানীপুর গ্রামের হোসেন গাজীর পুত্র হাফিজুর গাজী, দেলুটি ইউপি’র মধুখালী থেকে দসরাত সরদারের পুত্র নিখিল সরদারও কপিলমুনির কাশিমনগর থেকে আমিন উদ্দিন মোড়লকে আটক করেছে।

ওসি সিকদার আককাছ আলী জানিয়েছেন আটককৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।