Saturday, June 7, 2014

পাইকগাছায় ২ যুবককে পুলিশে সোপর্দ

পাইকগাছায় গরুচোর সন্দেহে স্থানীয় জনতা ২ যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার দিনগত গভীররাতে উপজেলার গড়ইখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

ধৃতরা হলো কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চান্নিরচক গ্রামের জনৈক সাহেব আলী গাজীর পুত্র বিল্লাল গাজী (৩২) ও দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের জনৈক আরশাদ আলী সরদারের পুত্র আবু মুসা সরদার (৩০)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী বলেন, বিল্লাল গাজীর বিরুদ্ধে কয়রা থানায় পৃথক তিনটি ডাকাতি মামলা ও আবু মুসা সরদারের নামে দাকোপ থানায় একটি মাদক মামলা রয়েছে।