Wednesday, July 23, 2014

পাইকগাছায় উত্তরণ ফুড ব্যাংক প্রকল্পের ধান বিতরণ

পাইকগাছায় আপদকালীন সংকট নিরসনে খাদ্য সহায়তা হিসাবে সুফলভোগীদের মাঝে ধান বিতরণ করা হয়েছে। উত্তরণ ফুড ব্যাংক প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার দুপুরে অজিফা খাতুন কিন্ডার গার্টেন স্কুল চত্ত্বরে কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উত্তরনের সেন্টার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন মোড়লের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এফএমএ সেলিম আকতার।
 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কমিটির নারী ও শিশু সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, বক্তব্য রাখেন কমিউনিটি অর্গানাইজার রিয়াজ উদ্দিন, জোৎস্না খাতুন ও সুপারভাইজার রিজিয়া বেগম। অনুষ্ঠানে খাদ্য সহায়তা হিসাবে ৩৩৩ সদস্যকে ১৪০ কেজি করে ধান প্রদান করা হয়।