Saturday, August 23, 2014

পাইকগাছায় প্রভাবশালী ঘের মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

পাইকগাছায় একাধিক মামলা দিয়ে হয়রানী ও ভোগ দখলে থাকা চিংড়ি ঘের জবর দখলের পায়তারার অভিযোগ এনে প্রভাবশালী এক ঘের মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলার পানা গ্রামের মৃত হরিশ্চদ্র হালদারের পুত্র বিকাশ চন্দ্র হালদার লিখিত বক্তব্যে বলেন, লতা ইউনিয়নের পানা মৌজায় উত্তর সলুয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র প্রভাবশালী ঘের মালিক এস,এম, রফিকুল ইসলাম ১৯৯১ সাল থেকে দুটি খন্ডে ৯৫০ বিঘা জমির উপর মৎস্য লীজ ঘের করে আসছে। ঘের করাকালীন সময়ে রফিকুল ইসলাম বিঘা প্রতি ৫ হাজার টাকা হারীর স্থলে সাড়ে ৩ হাজার, ৬ হাজার টাকার স্থলে ৪ হাজার এবং ৮ হাজার টাকার স্থলে ৫ হাজার টাকা করে একাধিক কিস্তিতে পরিশোধ করেছে। যা এলাকাবাসীর কোন উপকারে আসে নাই।

২০১৩ সালে উক্ত ঘেরের মেয়াদ শেষান্তে ২০১৪ সালের ১ জানুয়ারী হতে উক্ত ঘেরের ৪৫০ বিঘার অংশের মধ্য থেকে ১শ বিঘা জমির দখল বুঝে নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মধুসুদন মন্ডল, ঠাকুর দাস, অজিত, জনেক, বিকাশ, বিধান, অনন্ত ও পঞ্চরাম হালদারসহ কয়েকজন এলাকাবাসী সমবায় ভিত্তিক লীজ ঘের শুরু করেন।

এতে ঘের মালিক রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান কিরণ চন্দ্র বিশ্বাসের সহায়তায় পার্শ্ববর্তী এলাকার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী দিয়ে এলাকাবাসীর উপর অত্যাচার ও নির্যাতন অব্যাহত রেখেছে। ইতোমধ্যে গত কয়েক মাসের মধ্যে এলাকাবাসীর বিরুদ্ধে থানা ও আদালতে ১৬টি হয়রানীমূলক মামলা দিয়ে হয়রানী করছে।

এছাড়াও স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক আগামী সংসদ অধিবেশনের উদ্দেশ্যে ঢাকায় অবস্থান নেয়ার সুযোগে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ব্যবহার করে এলাকাবাসীর ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরটি জবর দখল করে নেয়ার হুমকি প্রদর্শন করায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্থানীয় এমপি সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।