Saturday, August 23, 2014

পাইকগাছায় ফুড হাইজিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাইকগাছায় “হোটেল রেস্টুরেন্টে স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা” বিষয়ক ফুড হাইজিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটি ও নবলোক পরিষদের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনার চত্ত্বরে কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। 

বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, এস,এম, আলাউদ্দীন সোহাগ, এন. ইসলাম সাগর ও কৃষ্ণ রায়, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, এস,এম, তৈয়েবুর রহমান, আসমা আহমেদ, আবু জাফর, কাজী জাহাঙ্গীর হোসেন, গাজী আব্দুস সামাদ, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক মঈনউদ্দীন শেখ, হাইজিন প্রমোশন এণ্ড ট্রেনিং অফিসার মোঃ ইজাজুর রহমান, প্রকল্প সুপার ভাইজার সুমন হাসান, আইয়ুব আলী ও সুমন খান।

অনুষ্ঠান শেষে জারী গান পরিবেশন করেন বয়াতী আব্দুস সাত্তার ও তার দল।