Sunday, August 24, 2014

পাইকগাছার মুসা ডিগ্রি কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

পাইকগাছার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা ডিগ্রি কলেজের কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিতর্কিত নিয়োগ বাতিল করে পূর্ন নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ১জন এম.এল.এস.এস, ১ জন আয়া এবং ১ জন লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষা গত ১৯ আগস্ট খুলনার আহসানউল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়।

অভিযোগ উঠেছে অনুষ্ঠিত পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে উপেক্ষা করে কলেজের সভাপতি লাইব্রেরিয়ান পদে আত্মীয়করণ, এমএলএসএস ও আয়া পদে অর্থ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দানের সকল পক্রিয়া সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে উক্ত নিয়োগ বাতিল পূর্বক পূর্ন নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী।