Wednesday, August 27, 2014

পাইকগাছা কেন্দ্রীয় মাহানাম যজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী

পাইকগাছা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ পদে আশিষ রায় চৌধুরী মনোনীত হয়েছেন। শনিবার রাত ৮টায় মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে মহা নামযজ্ঞ কমিটির কোষধ্যক্ষ পদ নির্বাচনের লক্ষে পরিতোষ রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, রামকৃষ্ণ সেবাশ্রমের কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, দিলীপ সরকার, ডাঃ তপন রায়, নারায়ন মন্ডল, পারিজাত মল্লিক, এ্যাড. সুকুমার দেবনাথ, তপন দেবনাথ, সুভাষ দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির ২১ সদস্য বিশিষ্ট কমিটির কোষাধ্যক্ষ পদ বাদে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়। গত শনিবার সভায় সর্বসম্মতিক্রমে আশিষ রায় চৌধুরীকে কোষাধ্যক্ষ পদে মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।