Tuesday, September 23, 2014

পাইকগাছায় নবলোকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের ওয়াস সম্পর্কিত দায়িত্ব কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ও নবলোকের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা কর্মচারী ক্লাব ভবনে নবলোকের উপজেলা ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। 

বিশেষ অতিথি ছিলেন, নবলোকের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সেতু, প্রশিক্ষক ছিলেন প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল হালিম।

উপস্থিত ছিলেন, প্রকল্প সুপার ভাইজার সুমন হাসান খান, হাইজিন প্রমোশন এণ্ড ট্রেনিং অফিসার মোঃ ইজাজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ কামরুল আকতার, মুজিবর রহমান, লুৎফর রহমান, আব্দুল হামিদ সানা, ফতেমা বেগম, মিজানুর রহমান, রেজাউল করিম, নাজমিন নাহার ও আজিবার রহমান।