Saturday, September 6, 2014

কপিলমুনিতে শিশু অপহরণের চেষ্টার ঘটনায় আটক ১

পাইকগাছার কপিলমুনি থেকে শিশু অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পরিমল রায় (৪৫) নামের ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল কপিলমুনি বাজারের পালরোড থেকে তাকে আটক করা হয়। পরে শিশু রনি’সহ অপহরণকারীকে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসমত আলী জানান, গত বৃহস্পতিবার হাটের দিন থাকায় এবং শিশু রনি (৭) পিতা মাতার সাথে বাজারে আসার পর স্থানীয় বণিক সমিতির সামনে থেকে ভারতের উত্তর ২৪ পরগনার নোয়াটা গ্রামের দুলাল রায়ের পুত্র পরিমল রায় (৪৫) ফুসলিয়ে নিয়ে তাকে মিষ্টি কিনে দেয়ার কথা বলে হাত ধরে নিয়ে যেতে থাকে।

এ সময় শিশু রনি হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু রনির মা পার্শ্ববর্তী পালরোডে গিয়ে তাকে ধরে নিয়ে যেতে দেখে আশপাশ লোকজনকে জানালে তারা অপহরণকারীকে করে পুলিশে সোপর্দ করে। শিশু রনি স্থানীয় নগর শ্রীরামপুর গ্রামের এরশাদ গাজীর পুত্র। এ ঘটনায় পাইকগাছা থানায় অপহরণ মামলা হয়েছে।