Wednesday, September 24, 2014

পাইকগাছায় আমজাদ আলী পাবলিক লাইব্রেরিকে জাতীয় গ্রন্থ কেন্দ্রের চেক প্রদান

পাইকগাছায় হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি'কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থ কেন্দ্রের ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে লাইব্রেরির নির্বাহী সভাপতি এড.এম. মাফতুন আহম্মেদের নিকট চেকটি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন। 

এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অখিল কুমার সরকার, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এ্যাড.শফিকুল ইসলাম কচি, এ্যাড.অজিত কুমার মন্ডল, এ্যাড.মুজিবর রহমান, এ্যাড.আব্দুস সাত্তার মালি, লাইব্রেরির সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন রাজা, এ্যাড.আবদুল্লাহ-আল-মামুন, এ্যাড.সুকুমার দেবনাথ, এ্যাড.সেলিনা আক্তার, এ্যাড. মোহতাসিম বিল্লাহ, এ্যাড. দিপংকর সাহা, ইকবাল আহম্মেদ, মোস্তফা মোড়ল ও মোনায়েম আহম্মেদ।