Friday, September 26, 2014

পাইকগাছায় ফুটপাত ভাড়া দিয়ে টাকা আদায়

পাইকগাছা পৌর বাজার অভ্যন্তরের প্রধান সড়কের দু’ধারের দোকানীরা নিজ নিজ দোকানের সামনের ফুটপাত খুচরা বিক্রেতাদের কাছে ভাড়া দিয়ে টাকা আদায় করছেন। এমনিতেই রাস্তাটি অপ্রশস্ত, তার উপর রাস্তার দু’ধারের ফুটপাত দখল করে বিভিন্ন সামগ্রি রেখে বেঁচাকেনা করায় জনসাধারণের হাটা চলাফেরায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

বাজার ত্রিমোহিনী মোড় থেকে নদীর ঘাট পর্যন্ত ফুটপাতের উপর অর্ধশতাধিকেরও বেশি টোল দোকান রয়েছে। অত্র রাস্তায় মালবাহী ভ্যান-রিক্সা, নসিমন-করিমন চলাচল করছে অহরহ। ঈদ-পূজার কেনাকাটায় মানুষজনের ভিড়ে বাজার অভ্যন্তরে এক ধরনের ঘিঞ্জি অবস্থার সৃষ্টি হয়েছে।

জনদুর্ভোগ লাঘবে ও ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।