Friday, October 17, 2014

পাইকগাছায় গাজী হ্যাচারী বন্ধন ব্রান্ড ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে....

আজকের খেলায় তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাবের জয়লাভ


পাইকগাছায় সুন্দরবন স্পোর্টিং ক্লাব আয়োজিত গাজী হ্যাচারী বন্ধন ব্রান্ড ক্লাব কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলায় তালা সেন্ট মেরী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কয়রার হড্ডা তাপস স্মৃতি সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

খেলায় ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় তালা সেন্টমেরী ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াার সুব্রত রায়। খেলা শেষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি শিকদার আক্কাস আলী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমান, গোলাম কিবরিয়া রিপন, এ্যাড. বিলাস রায়, এ্যাডঃ মোজাফফার হাসান, মোর্তজা জামান আলমগীর রুলু, সামছুল হুদা খোকন, দাউদ শরীফ, ডাঃ সুজন, শেখ আলাউদ্দীন, সাজ্জাদ আলী সরদার, শেখ জিয়াদুল ইসলাম, রবীন্দ্রনাথ রায়, শ্রীষ কান্তি রায় ও তুষার কান্তি মন্ডল।