থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর লেঃ কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে ডিএডি নুরুল ইসলাম ও শাহাদাত হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের মৃত দুলাল চন্দ্র মন্ডলের ছেলে সঞ্জীব মন্ডল (৩৭) কে হাতে-নাতে আটক করেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) শ্যামলাথ জানান।
