নদী ভাঙনে প্রতিনিয়ত ছোট হচ্ছিলো কয়রার মানচিত্র
কয়রায় এক সময়কার অব্যাহত নদী ভাঙনে বিধ্বস্ত বেড়িবাঁধ বর্তমানে
ড্যাম্পিংসহ প্লেসিং ব্লক বসানোর কারণে ভাঙনের তীব্রতা অনেকটা কমে গেছে।
সর্বাধুনিক এ প্রযুক্তি ব্যবহারে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী সংলগ্ন প্রায় ১০
কিলোমিটার পাউবোর বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কাটকাটা, খাসিটানা, জোড়শিং, পদ্মপুকুর, গাববুনি,
গোলখালি, মদিনাবাদ, দশালিয়া, ৫ নং কয়রা, শেখেরকোনা, কালিবাড়ি, হড্ডা
বেড়িবাঁধে ড্যাম্পিং করে ব্লক ফেলানো হয়েছে। এ সকল জায়গায় ব্লক বসানোয় নদী
ভাঙন সিংহভাগ রোধ হয়েছে। সবচেয়ে ভাঙন কবলিত পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের
কাটকাটা বেড়িবাঁধে ৮০০ মিটার জায়গায় ১৪ কোটি টাকা ব্যয়ে ড্যাম্পিংসহ ব্লক
ফেলানোর কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।
পর্যাপ্ত জায়গা না থাকার কারণে
ড্যাম্পিংয়ের জন্য বস্তায় বালু ভর্তি করার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন
সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী শামীম আহসান। এ জন্য
কর্তৃপক্ষের নিকট কিছুটা সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।
পাউবোর
সাতক্ষীরা জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ক্ষতিগ্রস্ত
বেড়িবাঁধে ড্যাম্পিং করায় নদী ভাঙন বহুলাংশে কমে গেছে। অর্থ বরাদ্দ
সাপেক্ষে পর্যায়ক্রমে সকল ভাঙন কবলিত বাঁধে ড্যাম্পিং করা হবে।