পাইকগাছায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন। প্রতিযোগিতায় বিভিন্ন রং ও আকারের নারী শিশু সহ বিভিন্ন বয়সের অর্ধশতাধিক প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ইউএনও মোঃ আবুল আমিনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, বি সরকার, শিক্ষক ফাতেমা খাতুন, জামিনুর ইসলাম, গোলাম সরোয়ার, আব্দুল হাকিম ও দিপঙ্কর মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম।



