পাইকগাছার কপিলমুনি হাটের ইজারায় চলতি বছরের জন্য সরকার নির্ধারিত টাকা এবং হাটের অবস্থা দেখে এবার আর কেউ হাটের ইজারা নেয়নি। যার কারণে সরকারিভাবে এক সপ্তাহ খাজনার টাকা উত্তোলন করবেন স্থানীয় নায়েব (তহশীলদাররা)।
পহেলা বৈশাখে তোলা ছবিতে :: কপিলমুনি হাটের একাংশ ও পাশে কপোতাক্ষ খননের মাটির স্তুপ।
![]() |
ছবি তুলেছেন :: আমিনুল ইসলাম বজলু |