Monday, April 25, 2016

ঢাকের তালে এল বৈশাখ (কবিতা)

মোঃ আবুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা।


ঢাকের তালে বৈশাখ এলো বাঙালীর ঘরে ঘরে,
বৈশাখ এল নতুনরূপে পূণ্য মনের দ্বারে।

দোকানীরা সব পূরনোকে ভুলে খুলে দিল হালখাতা,
বৈশাখী পালে ছুড়ে দিল প্রেম জীবনের ছেঁড়াপাতা।

সাজ সাজ রব পড়ে গেল যেন প্রকৃতির পটে পটে,
বৈশাখী গান উঠল বেজে জীবনের বালুতটে।

নতুনের পালে কেতন উড়িয়ে বৈশাখ দিল প্রাণ,
সারাদেশ থেকে ভেসে এল যেন বৈশাখীর আহবান।

বোশাখী মিছিল এগিয়ে চলল বাজনার তালে তালে,
লাগল হাওয়া নতুন করে জীবনের ছেঁড়া পালে।

কিশোর যুবক ঢাকের তালে দুলছে নতুন সাজে,
বাঙালীআনার পুরো পরিচয় বৈশাখী নব তাজে।

সারাদেশ আজ ভরে গেল যেন র‌্যালী মিছিলের বানে,
সম্প্রীতিমাখা বৈশাখ এল নতুন ছন্দ গানে।

ব্যানার ফেস্টুনে উঠল ভরে বোশেখী প্রভাতফেরী,
হিন্দুু-মুসলিম হাতে হাত রেখে সম্প্রীতি করে ফেরী।

চারদিকে চলে মাটির শানুকে পান্তা ইলিশভোজন,
উৎসব আমেজে নেচে কুঁদে চলে রঙিন বর্ষবরণ।

বৈশাখ দিল নতুন সর নতুন প্রাণের কল্পনা,
নতুন ছন্দ নতুন গান নতুন দেশের আল্পনা।

সম্প্রীতিমাখা এই বাংলার বোমেখী মিলনমেলা,
শেখালো মোদের নতুন করে একসাথে পথচলা।

শত বছরের বাঙালী আবেগ মিশে হল একাকার,
নতুন শপথে বলীয়ান মন দৃপ্ত ও দুর্বার।

সোনালী দিনের হিল্লোলে মোরে কল্লোলে দিনগুনি,
নতুন বছরে নতুন আলোয় সন্ধির জাল বুনি।

রুদ্ধশ্বাস হানাহানি যত দূর হোক অনাচার,
গ্লানি মুছে গিয়ে শুচি হোক ধরা ঢেকে যাক পাপাধার।

উচ্ছ্বাস ভরা বাঙালী হৃদয় ভরে যাক ফুলে ফুলে,
নতুন আগামীর হাসি লেগে থাক রমনার বটমূলে।